Contact Me

 আপনার লিখিত গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ আমাদরে ব্লগে প্রকাশ করতে চাইলে লেখা পাঠাতে পারেনে এই মেইল এ্যাড্রেসে: zahidejaj@gmail.com

লেখা অবশ্যই কম্পোজড হতে হবে। লেখার সাথে নিজের নাম ও ঠিকানা অবশ্যই দিতে হবে। অন্যথায় লেখা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হবে।

লেখা ১০ দিনের ভিতরে প্রকাশিত না হলে বুঝতে হবে লেখার মান ভালো ছিল না।

শর্ত:

  • লেখা অবশ্যই মৌলিক হতে হবে।
  • অন্য কোন ব্লগ বা কোন পত্রিকার লেখা টুকলিফাই করে পাঠানো যাবে না।
  • আবার এই ব্লগের কোন লেখা অন্যকোথাও কতৃপক্ষের বিনা অনুমতিতে প্রকাশ করা যাবেনা। 
যদি এই শর্ত লঙ্ঘিত হয় তবে আইনত ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.