চাঁদনি রাত ll মো:ইবতেশাম-উল-হক(রাগিব)
![]() |
চাঁদনি রাতে একলা বসে
আকাশ পানে চায়,
মৃদু হা্ওয়ায় দোলন লাগে
মন বলে যায় যায়।
নিশীথ রাতে ঝিঁঝিঁ ডাকে
কাজল দিঘির পাড়েঁ,
অনেক দূরে ঘাটের মাঝি
গানের গলা ছাড়ে।
রূপালি চাঁদ জ্যোৎনা আলোয়
উদাস আমার মন,
ঝিরি ঝিরি হাওয়ায় দোলে
কৃষ্ণ চূড়ার বন।
আঁকা-বাঁকা মেঠো পথে
পথিক হেঁটে চলে,
আলো এবং আঁধারে যে
অলিক কথা বলে।
ঘোর লাগা এ মায়াবি রাত
আনমনে গান গাই,
বুঝতে পারি হঠাৎ আমি
আমার মাঝে নাই।
![]() |
| মো:ইবতেশাম-উল-হক(রাগিব) |
লেখক: মো:ইবতেশাম-উল-হক(রাগিব) শ্রেণি:নবম।হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
Photo by Aron Visuals on Unsplash



Nice poem brother...
ReplyDeleteThanks brother
ReplyDelete