মা ll মো:ইবতেশাম-উল-হক(রাগিব)
![]() | |
বৈশাখ মাসের তপ্ত হাওয়ায়
ব্যাকুল আমার মন,
মায়ের কথা মনে পড়ে
ভাবি সারাক্ষন।
সকালবেলা অফিসে যাও
আস তুমি পরে,
সারাদিন একা একা
কাটে আমার
ঘরে।
দুপুরবেলা খাওয়া-গোসল
একা একা করি,
মাঝে মাঝে ঘুমাই আর
মাঝে মাঝে পড়ি।
এত কিছুর পর তুমি
আস যখন সাঁঝে,
তোমায় দেখে ভালো লাগে
মন বসে
যায় কাজে।
![]() |
মো:ইবতেশাম-উল-হক(রাগিব) |
লেখক: মো:ইবতেশাম-উল-হক(রাগিব) শ্রেণি:নবম।হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
No comments