অপরূপ প্রকৃতি
!!!অপরূপ প্রকৃতি!!!
এক ভরা পূর্ণিমায় অবাক হয়ে
আকাশ পানে চেয়ে দেখি
কী নিদারুণ সৌন্দর্যে উদয়মান
ঐ চাঁদ
তাই দেখে এ উদাস মনে বয়ে
যাওয়া আনন্দ বন্যা
ভেঙে ফেলে
সব বাঁধ।
কী অপরূপ এই প্রকৃতি,
ভেবে যায় সবিষ্ময়ে
কোনোকিছুতে লাগে না মন,
কারনে-অকারনে।
এই জীর্ণ দেহ হয়ে ওঠে প্রাণবন্ত
তোমার অপরূপ সৌন্দর্য জানতে
মন চায় ছুটে যেতে
ঐ দুরদিগন্ত প্রান্তে।
কী মায়াবী হে তুমি প্রকৃতি
হরণ করেছ এ মন
এমনি সৌন্দর্যে হয়েছে পাগল
কত দেশে কত জন!
Wtitten by: মো. জাহিদ ইজাজ
Photo by Alexis Antonio on Unsplash
No comments