ভূত বলে কিছু নাই
ভূত বলে কিছু নাই
ভূত ভূতুড়ে ভূত ভূতুড়ে
ভূতে লাগে ভয়,
এ সব বলে সবাই করে
শুধু শুধু হৈ চৈ
ভূত দেখেছি ভূত দেখেছি।
করছে গা ছমছম,
কখন জানি যাবে নিয়ে
ঘাড় মটকে দম।
আমি বলি, সব বাজে কথা
বলছ কি সব হায়!
আমার বাড়িতাে ভূতের গলি
তবু যে ভূতের দেখা নাই।
Written By: মাে. জাহিদ ইজাজ
Photo by Syarafina Yusof on Unsplash
No comments