এই সমাজ

 !!!এই সমাজ!!!


আমি নিতান্ত অসহায়

আমি নির্বাক

জীবনের পথে পথে হই আমি,

বাস্তবতার শিকার।

কেউ নয় আপন

কেউ নয় বন্ধু

শুধু স্বার্থ আদায়ে সবাই আজ,

শুষে নেয় বিন্দু বিন্দু।

কি,হতবাক!

বলছি যা আমি সবই তা সত্য

পড়বে তুমি সমাজের বিষছোবলে,

হরদম হরনিত্য।

তাই বলে দমে যেও না......

ব্যার্থতা কাটিয়ে,ভুলে পূর্বের স্মৃতি

এসো নিজেকে গড়ি,সমাজকে গড়ি

ছেড়ে আত্মাহুতি।

Wtitten by: মো. জাহিদ ইজাজ

Photo by Simon Berger on Unsplash


1 comment:

Theme images by Deejpilot. Powered by Blogger.