বন্ধুত্ব এখন অতীত ll স্বাক্ষর দাস মুগ্ধ
বন্ধুত্ব এখন অতীত
স্বাক্ষর দাস মুগ্ধ
প্রথম সাক্ষাতে
আমার সাথে কথা বলেছিলে তুমি কী সরল ভাষাতে!
আমার সাথে তােমার হয়েছিল সেদিন প্রথম পরিচয়
ভালাে বান্ধবী হিসেবেই, নতুন প্রেমিকা হিসেবে নয় ।
আমায় তােমার এত ভালাে লেগেছিল, কিন্তু পারি নি আমি বুঝতে
তখন থেকেই তুমি মনে মনে সবসময় আমায় খুঁজতে।
ভালাে বন্ধুত্ব কাটছিল বেশ ভালাে বন্ধুত্বের মতই
তুমি আমার আরও ঘনিষ্ঠ হলে দিন বাড়লাে যতই
তখন জানতাম আমায় দেখছ তুমি বন্ধুত্বের নজরে
ভাবি নি তখন তুমি দেখতে আমায় প্রেমিক মনে করে ।
ক্লাসের কাঠের বেঞ্চে বসে শুধু ভেবেছ আমায়
তবুও মুখ ফুটে “ভালােবাসি" বলতে পার নি লজ্জায়
সেদিন বিকেলে আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে
ফুচকা খেতে গেলাম নদীর তীরে, সাথে তুমিও ছিলে
গােধূলি যখন আসল সেই বিকাল কেটে যাওয়ার পর
নদীতীরে সূর্যাস্ত দেখতে লাগলাে ভীষণ সুন্দর।
লাল আকাশের লাল আলােতে সব লজ্জার পর্দা ঠেলে
একটি সাদা কাগজ তুমি আমার হাতে দিলে
কাগজটি পড়ে দেখলাম তুমি বেসেছ আমায় ভালাে
ধীরে ধীরে কমতে থাকল গােধূলিবেলার আলাে।
আমি বললাম, “তাের চোখ ভালাে নয়, মুখ ভালাে নয়, ভালাে নয় তাের কিছু।"
আমার কথা শুনে আরও লজ্জায় তুমি মাথা করলে নিচু
খানিক থেমে ছলছল চোখে রেগে তাকালে আমার পানে
একটি কথায় মধু ঢেলে দিলে আমার পরাণে
বললে, “ভালােবাসা আসলে দেহ বা চেহারার কোন সম্পর্ক নয়
এটি আসলে মনের সম্পর্ক, নেই সন্দেহ সংশয়।"
অসুন্দর চেহারার সুন্দর মনের সুন্দর কথা শুনে
তােমার দিকে এগিয়ে গেল মন কোন নবপ্রেমের টানে।
মায়াবী চোখে আমার দিকে চেয়ে বললে তুমি,“ভালােবাসবি না আমাকে?”
একটু থেমে থাকার পরে আমি বললাম,“যাঃ ভালােবাসলাম তােকে।”
আনন্দে আত্মহারা হয়ে তুমি বললে “সত্যি বলছ তাে?”
আমি হেসে বললাম, “শােনাে শ্রেয়সী বলছি তিন সত্য।”
এক মুহূর্তে পরস্পরের ডাক ‘তুমি’ হয়ে গেলে তুই’ থেকে
অন্য বন্ধুরা সব অবাক হলাে আমাদের এই প্রণয়ালাপ দেখে
ভালােবাসার কথা শুনে লজ্জায় তুমি গাছের আড়ালে দাঁড়ালে
দুই বন্ধু থেকে আমরা প্রেমিক প্রেমিকা হলাম সেদিন সন্ধ্যাকালে।
কবি পরিচিতি
কবি স্বাক্ষর দাস মুগ্ধ ২০০৫ সালের ১৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবতলায় জনুগ্রহণ করেন। তার পিতার নাম সুভাষ চন্দ্র দাস এবং মাতার নাম শিখা রাণী দাস। ছেলেবেলা থেকে অসাধারণ মেধাসম্পন্ন স্বাক্ষর দাস মুগ্ধ নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভর্তি পরীক্ষা ২০১৬ তে তিনি ৩য় স্থান অর্জন করেন। ২০১৮ সালে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। কবিতা লেখার পাশাপাশি তার গান, আবৃত্তি ও ছবি আঁকার প্রতি শখ আছে। বর্তমানে তিনি “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এ দশম শ্রেণিতে অধ্যয়নরত।
ইতিমধ্যে তার রচিত প্রায় ৩১ কবিতা নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে যা চাঁপাইনবাবগঞ্জে অনেক সাড়া ফেলেছে...
Photo by Chang Duong on Unsplash
No comments