হৃদয়কাব্য তােমার জন্য ll স্বাক্ষর দাস মুগ্ধ
হৃদয়কাব্য তােমার জন্য
স্বাক্ষর দাস মুগ্ধ
আমার হৃদয় গােলাপের পাপড়ি হলে তুমি
আমার হৃদয়ের দেশে তুমি হলে ভূমি ।
আমার হৃদয়পদ্যে শুধু তােমারই নাম থাকে
আমার হৃদয় গগনে তােমার জন্যই মেঘ ডাকে।
শুধু তােমারই ছবি আঁকে আমার হৃদয় তুলি
আমার হৃদয়বাক্সে থাকে তােমার ভালােবাসাগুলি ।
আমার হৃদয়বৃক্ষে তুমি হলে কিশলয়,
আমার হৃদয়মঞ্চে তুমি কর অভিনয়
আমার হৃদয়রজনীতে তুমি হলে তারা
আমার হৃদয় তােমায় ছাড়া হয় সর্বহারা ।
আমার হৃদয়কাব্য শুধু তােমার জন্যই লেখা
আমার হৃদয়ক্যানভাসে শুধু তােমার ছবি আঁকা।
আমার হৃদয়পুষ্পের সুগন্ধ তােমার জন্য
আমার হৃদয়ে তুমি ভালােবাসার মানুষ হিসেবে গণ্য।
আমার হৃদয়দোয়াতে তুমি হলে কালি
আমার হৃদয়মরুভূমিতে তুমি হলে বালি।
আমার হৃদয়পুকুরে তুমি হলে কমল
আমার হৃদয় দাবানলে তুমি হলে অনল
আমার হৃদয় জলদের তুমি হলে বাদল
আমার হৃদয়ে ভাসে শুধু তােমারই আদল।
আমার হৃদয়সাগরে তুমি হলে ঢেউমালা
আমার হৃদয় প্রদীপে তুমি বহ্নিজ্বালা
আমার হৃদয়ের দেয়াল তৈরি তােমার ভালােবাসার ইট দিয়ে
আমার হৃদয় তােমার কথা ভেবে ভালােবাসার জগতে যায় হারিয়ে
আমার হৃদয়পুস্তকে থাকে তােমার বর্ণমালা
তােমার ভালােবাসার চাবি দিয়ে খােলে আমার হৃদয়তালা।
আমার হৃদয়গাঙে ভাসে তােমার ডিঙিখানি
আমার হৃদয় রাজ্যে তুমি হলে রানি ।
আমার হৃদয়বাগিচায় তুমি পুষ্পহাসি
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা রাশি রাশি।
আমার হৃদয়ে তুমি হলে ঝরণার গান
আমার হৃদয়ধনুকে তুমি হলে বাণ ।
আমার হৃদয় তােমার জন্য হয়েছে ভীষণ স্বচ্ছ
আমার হৃদয়ে তােমার জন্য রয়েছে ভালােবাসার অনেক গুচ্ছ ।
আমার হৃদয়তানপুরায় শুধু তােমারই সুর বাজে
আমার হৃদয়অলঙ্কার শুধু তােমাকেই সাজে।
আমার হৃদয়তলােয়ারে তুমি হরে ধার ।
আমার হৃদয়বর্ষায় তুমি বিজলির মহাচিৎকার ।
আমার হৃদয়ে তােমার জন্য রয়েছে ভালােবাসা।
আমার হৃদয়সেতু দিয়ে তুমি কর যাওয়া-আসা ।
আমার হৃদয়ে তুমি হলে চিরদিনের অতিথি
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার রীতি-নীতি
আমার হৃদয়ে তুমি হলে এক শিশির বিন্দুর হাসি
আমার হৃদয় তােমার কাছে প্রেমের অভিলাসী
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার ইশারা
আমার হৃদয় সমুদ্রে তুমি ভালােবাসার ঢেউয়ের ধারা।
আমার হৃদয়পুষ্পের ওপর তুমি হলে ভ্রমর
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা সর্বদাই অমর।
আমার হৃদয় রঙ্গনে তুমি হলে রেণু
আমার হৃদয় প্রান্তরে চরে তােমার ভালােবাসার ধেনু।
আমার হৃদয়ে তুমি হলে কালবৈশাখী ঝড়
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা সবসময় অনড়।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার উত্তাপ
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার ছাপ।
তুমি হলে স্বর্ণমৃগ আমার হৃদয়বনে
তুমি হলে অস্ত্রশাস্ত্র আমার হৃদয়রণে ।
আমার হৃদয়ে তুমি একগুচ্ছ কাশফুল
আমার হৃদয়ে তােমার ভালােবাসা মঞ্জুল
আমার হৃদয়জানালার ধারে তুমি এক বৃষ্টির ফোঁটা
আমার হৃদয়ভােরে তুমিই সূর্য ওঠা।
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার তেষ্টা
আমার হৃদয়ের জন্য তুমিই হলে শ্রেষ্ঠা।
আমার হৃদয়সন্ত্রে তুমি হলে পরভৃত
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা কখনাে হবে না চূর্ণীকৃত।
আমার হৃদয়নৃত্যে তুমি ঘুঙুরের তাল
আমার হৃদয়ভালােবাসার গাছে তুমি উচু মগডাল।
আমার হৃদয়আয়নায় তুমি ভালােবাসার প্রতিফলন
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার দহন।
আমার হৃদয়ে তুমি হলে চড়ুইভাতির মজা
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার ধ্বজা।
আমার হৃদয়ের তমালতলে তুমি কৃষ্ণবাশি
আমার হৃদয়হেমন্তে তুমি সােনালি ধানের হাসি।
তুমি হলে সপ্তসুর আমার হৃদয়হারমােনিয়ামে
তােমার প্রেমপত্র থাকে আমার হৃদয়খামে ।
আমার হৃদয়ে প্রবাহিত হয় শুধু তােমারই রুধির
আমার হৃদয়বৃৰে থাকে তােমার ভালােবাসার পাখির নীড়।
আমার হৃদয়পুষ্পরিণীতে তুমি হলে মলিল
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার দলিল।
আমার হৃদয়অরণ্যে তুমি কাষ্ঠল বৃক্ষ
আমার হৃদয় আজীবন তােমার ভালােবাসাতে দক্ষ।
আমার হৃদয় সাগরের তলদেশে তুমি পাথরের একখন্ড
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার দন্ড।
আমার হৃদয়ে তুমি হলে ঝড়ের বেগের মতাে
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা অবিরত।
আমার হৃদয়পর্বতে তুমি লাভার উদগীরন
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার ধরণ
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার গীতি
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার স্মৃতি।
আমার হৃদয়ে তুমি হলে পাখির কলকাকলি।
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার থলি।
আমার হৃদয়দেয়ালে তুমি হলে দেয়ালিকা
আমার হৃদয় অগ্নির তুমি লেলিহান শিখা।
আমার হৃদয়আম্রকাননে তুমি হলে মুকুল
আমার হৃদয়তুলা দিয়ে তৈরি তােমার ভালােবাসার পুতুল
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার প্রলােভন
আমার হৃদয়ে রয়েছে তােমার প্রেমের সংকলন।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার উৎসব
আমার হৃদয়ে তুমি এক নবপ্রেমের অনুভব।
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার পুঁথি
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার সাথী ।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার পর্বতের শিখর
আমার হৃদয় গাঙের ধারে তুমি হলে বালুচর।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের অপরূপ তত্ত্ব
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার অস্তিত্ব।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার শােভা
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার নবীন প্রভা।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার কাহিনী।
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার হাতছানি।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার নীলােৎপল
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার কৌতূহল ।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের ঘােষণাপত্র
আমার হৃদয় শুধু তােমার কথা ভাবে প্রতি দিবারাত্র ।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের উপসর্গ
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার দুর্গ ।
আমার হৃদয় ড্রইং খাতায় তুমি পেন্সিলের আঁচড়
আমার হৃদয় গগনে ওড়ে তােমার ভালােবাসার খেচর।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার ধ্বনি
আমার হৃদয় তােমার ভালােবাসার জন্য আজীবন ঋণী।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার পাঠশালা
আমার হৃদয়গৃহে তুমি হলে জানালা।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের ইতিহাস
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার উচ্ছাস ।
আমার হৃদয়ে তুমি হলে মুক্ত প্রেমের ভাষা
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার আশা
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার গর্ব
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার নতুন পর্ব।
আমার হৃদয়ঝিনুকে তুমি হলে মুক্তো
আমার হৃদয় তােমার প্রেমে আজীবন আসক্ত।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের টেরাকাটা
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার ছটা।
আমার হৃদয়ে তুমি হলে বাবলা গাছের কাটা
আমার হৃদয়ে রয়েছে তােমার প্রেমের ভিটা ।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার পরিবেশ
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা হবে না শেষ
আমার হৃদয় আজীবন তােমার ভালােবাসার জন্য তটস্থ।
আমার হৃদয়ের প্রেমসূর্য কখনাে যায় না অস্ত।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের পুষ্পরথ
আমার হৃদয়ে রয়েছে তােমার ভালােবাসার পথ
আমার হৃদয়ের প্রেমরচনায় তুমি হলে সূচনা
আমার হৃদয় তােমার কাছে করে প্রেমের প্রার্থনা।
আমার হৃদয়সঙ্গীতে তুমি হলে লয়
আমার হৃদয়ে হয় তােমার ভালােবাসার অভ্যুদয় ।
আমার হৃদয় আজীবন তােমার প্রেমে সমৃদ্ধ
আমার হৃদয়ে তােমার প্রেমণ বিদ্ধ
আমার হৃদয়প্রাসাদে ওড়ে তােমার প্রেমের কপােত
আমার হৃদয় তােমায় ভালােবাসার জন্য করেছে শপথ।
আমার হৃদয়ে তােমার জন্য ভালােবাসা ভীষণ গভীর
আমার হৃদয়জলাশয়ে রয়েছে তােমার প্রেমের নির।
আমার হৃদয়ের প্রেমযাত্রায় তুমি হলে গন্তব্য।
আমার হৃদয়ে আজীবন তুমি অনুভব্য।
আমার হৃদয়ে তুমি লুকিয়ে থাকো প্ৰেমান্তরালে।
তােমার ভালােবাসা ধরা পড়ে আমার হৃদয়জালে।
আমার হৃদয়ে তােমার প্রেম আজীবন অনিবার্য
আমার হৃদয়ে হয় শুধু তােমার প্রেমের কার্য ।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার হেতু
আমার হৃদয় প্রকৃতিতে তুমি প্রেমের ঋতু
আমার হৃদয়ে তুমি হলে প্রেমকলাপীর ডাক।
আমার হৃদয়ে তুমি উড়ন্ত প্রেমপক্ষীর ঝাঁক।
আমার হৃদয়সমুদ্রের তুমি হলে সৈকত
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের মতামত।
আমার হৃদয়ে তােমার জন্যই প্রেম হয়েছে আবিষ্কার
আমার হৃদয় তােমাকেই ভালােবাসবে বারবার।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমেরই শব্দ
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার অব্দ।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার বাক্য
আমার হৃদয়ে রয়েছে তােমার প্রেমের আধিক্য।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার সাজ
আমার হৃদয়ে তুমি সর্বদাই কর বিরাজ।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের নকশীকাঁথা
আমার হৃদয়ে আজীবন তােমার প্রেমমালা গাঁথা
আমার হৃদয়ে তুমি হলে জোনাকির আলাে
আমার হৃদয়ে তুমি হলে অন্ধকারের কালাে
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের উদ্যান
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের ধ্যান ।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের যশ
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার রস।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের অধিষ্ঠান
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার সম্মান।
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার বল
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের অতল
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার পক্ষ
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের অন্তরীক্ষ
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের প্রভাতরঙ্গন
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার অঙ্গন
আমার হৃদয়ে তুমি হলে পুষ্পবৃক্ষছায়া
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের মায়া।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের গভীরতা
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার কথা।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের অভিপ্রায়
আমার হৃদয় সর্বদা তােমায় ভেবে যায় ।
তুমি হলে পূর্ণিমার চাঁদ আমার হৃদয়ের কৃষ্ণপক্ষে
তুমি রইবে আজীবন আমার হৃদয়কক্ষে
আমার হৃদয়ে তুমি সপ্তরঙের রংধনু
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার বেণু।
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের উষ্ণ ধরা
আমার হৃদয়ে তুমি হলে ভালােবাসার ছড়া ।
আমার হৃদয়রাজপথে তুমি ধুলিকণা
তুমি ছাড়া আমার হৃদয় হয় অন্যমনা।
আমার হৃদয়তনীতে তুমি হলে পাল
আমার হৃদয়ে তুমি হলে প্রেমের জন্মসাল ।
কবি পরিচিতি
কবি স্বাক্ষর দাস মুগ্ধ ২০০৫ সালের ১৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবতলায় জনুগ্রহণ করেন। তার পিতার নাম সুভাষ চন্দ্র দাস এবং মাতার নাম শিখা রাণী দাস। ছেলেবেলা থেকে অসাধারণ মেধাসম্পন্ন স্বাক্ষর দাস মুগ্ধ নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভর্তি পরীক্ষা ২০১৬ তে তিনি ৩য় স্থান অর্জন করেন। ২০১৮ সালে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। কবিতা লেখার পাশাপাশি তার গান, আবৃত্তি ও ছবি আঁকার প্রতি শখ আছে। বর্তমানে তিনি “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এ দশম শ্রেণিতে অধ্যয়নরত।
ইতিমধ্যে তার রচিত প্রায় ৩১ কবিতা নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে যা চাঁপাইনবাবগঞ্জে অনেক সাড়া ফেলেছে...
Photo by Ivan Jevtic on Unsplash
No comments