O Srabon Lyrics ll Noble Man
ও শ্রাবণ
Subhe Shopu
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
বুঝি তােমার অনেক দুঃখ
আহ আহা হা হা।
জানি তােমার ভীষণ জ্বালা
বুঝি তােমার অনেক দুঃখ
জানি তােমার ভীষণ জ্বালা
শােনাে আমার হ্রদয়ে তুষের রনণ
পােড়ায় সারা বেলা।
আমার হ্রদয় কাঁদে অঝর ধাঁরায়
চোখ থেকে জল ঝরে না
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি এমন করে কেঁদো না
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
শুরু কান্না তে যে জীবন
আহ আহা হা
বল সইব কত এ মন
আহ আ আ
শুরু কান্না তে যে জীবন।
বল সইব কত এ মন
বল ঝরবে কত চোখের এ জল
শ্রাবণ তুমি বল না
আমি সুরে সুরেই মিটিয়ে দেব
দুঃখ, জ্বালা, বেদনা
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
ও শ্রাবণ,ও শ্রাবণ
তুমি ওমন করে কেঁদো না
Credit: Noble Man