করােনা ভাইরাস
করােনা ভাইরাস
-আব্দুল হাদিদ
বর্তমান বিশ্বে ঘােষিত মহামারী Corona
বিনা প্রয়ােজনে বিশ্ববাসী বাইরে যাচ্ছে না
পূর্ব-পশ্চিম- উত্তর-দক্ষিণ সব দিকেই,
শুধুই Corona, Corona and Corona.....
কবে মুক্তি পাব যে,
এই প্রাণঘাতী ভাইরাস থেকে?
আল্লাহ্ পাক ছাড়া কারও কাছে
এর উত্তর নাই যে!!!
বিশ্বব্যাপী চলছে lockdown
এশিয়া, ইউরােপ, আমেরিকা
কেউই ছাড় পাই নি.......
এ যে বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াল বিভীষিকা!!
১৪ দিন ঘরে থাকব,
বিদেশ থেকে আসলে
দিনে অন্তত ১০ বার
হাত ধােব সাবান পানি দিয়ে
পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থেকে,
অপরকে হতে উৎসাহিত করব
দেশ ও বিশ্বকে সুস্থ রেখে,
মারণ ভাইরাস মােকাবিলা করব।
No comments