সেই কন্যা ll স্বাক্ষর দাস মুগ্ধ

 সেই কন্যা

স্বাক্ষর দাস মুগ্ধ


সেদিন সকালে

খােলা কুন্তলে

দেখি সেই কন্যা

দাঁড়াইয়া আছে

পুষ্পের কাছে।


ঝড়ায়ে অন্যা।

এলােকেশ তার

ছিল একাকার


মুখে ছিল না হাসি

এক নিমেষে

নতুন বেশে


আসিল সে উচ্ছাসি।

সে যে গান গাহি

মাের দিকে চাহি


দেখিতেছিল বারেবারে

কুয়াশায় আসা।

প্রেমের ভাষা


বলিয়া ফেলিয়াছিলাম তারে।

ছিল সে যে

মনের মাঝে


আমার কল্পনায়।

গগনতারায়

কাব্যধারায়।


আমার আল্পনায়

প্রকৃতি যখন

ফুলের মতন


সুগন্ধ ছড়ায়।

সে যে ছাদে উঠে

পুষ্পের মতাে ফুটে


জানান দিত আমায়


ভ্রমর আসিত

ফুলেতে বসিত


কিছু মধুপান করি


প্রেমের হিয়া

ফুলকে দিয়া


নিমেষে যাইতে উড়ি

সেদিন প্রাতে

উঠিয়া ছাতে


দেখি সেই কন্যা আসি

তাকাইয়া মাের পানে।

নব গানে গানে


তাকাইল একটু হাসি।

ছড়ার ছন্দে


ফুলের গন্ধে


আসিল প্রেমমধু


সে যে মনে মনে

গোপনে গােপনে


আঘাত হানে শুধু

তার কথা মনে

মাের স্মরণে


সে যে আমার অন্তরযাত্রী ।

মাের কবিতার

নিল অধিকার


সেই যে সে নন্দিনী

আর সবারে

নাহি মনে পড়ে


মনে পড়ে তার বাণী

সে যে মনের ব্যাথা।

মনের ব্যকুলতা


আমার হৃদয়মাঝে

প্রেমের ঘাের

দিয়েছিল মাের


সকল কৃতকাজে।


মনের টানে

মানে অভিমানে


আমার হৃদয় কাড়ি

আধাে চাঁদোয়ায়

হৃদয় ধোঁয়ায়


ছিল যে সে নারী।

সে যে মাের চোখে

স্বপ্ন আঁকে


বসন্ত ঋতুর তুলিতে

সে যে ঘরকোণে

মাের প্রাণমনে


পারি না তারে ভুলিতে।

মাের দিকে চাহে

অতি উৎসাহে


শুধু মাের কথা ভাবি

সে যে ক্যানভাসে।

তার ছবি পাশে


আঁকে যে আমার ছবি ।

এসেছিল সে যে

মাের প্রেম কাজে


চড়িয়া প্রেমরথে

মনে পড়ে যায়

সেই যে সেথায়


হেঁটেছিলাম তার সাথে ।

সে যে জানালায় বসি

প্রতি দিবানিশি


মাের কথা ভেবে যায়।

মােরে না দেখি

মােরে না ডাকি


হইতে সে মৃতপ্রায়

সে যে মনে মনে


প্রতিটি ক্ষণে

শুধু স্মরণ করে মােরে


মনের টানে

মানে অভিমানে


আমার হৃদয় কাড়ি

আধাে চাঁদোয়ায়

হৃদয় ধোঁয়ায়


ছিল যে সে নারী।

সে যে মাের চোখে

স্বপ্ন আঁকে


বসন্ত ঋতুর তুলিতে

সে যে ঘরকোণে

মাের প্রাণমনে


পারি না তারে ভুলিতে।

মাের দিকে চাহে

অতি উৎসাহে


শুধু মাের কথা ভাবি

সে যে ক্যানভাসে।

তার ছবি পাশে


আঁকে যে আমার ছবি ।

এসেছিল সে যে

মাের প্রেম কাজে


চড়িয়া প্রেমরথে

মনে পড়ে যায়

সেই যে সেথায়


হেঁটেছিলাম তার সাথে ।

সে যে জানালায় বসি

প্রতি দিবানিশি


মাের কথা ভেবে যায়।

মােরে না দেখি

মােরে না ডাকি


হইতে সে মৃতপ্রায়

সে যে মনে মনে


প্রতিটি ক্ষণে

শুধু স্মরণ করে মােরে


কবি পরিচিতি

কবি স্বাক্ষর দাস মুগ্ধ ২০০৫ সালের ১৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবতলায় জনুগ্রহণ করেন। তার পিতার নাম সুভাষ চন্দ্র দাস এবং মাতার নাম শিখা রাণী দাস। ছেলেবেলা থেকে অসাধারণ মেধাসম্পন্ন স্বাক্ষর দাস মুগ্ধ নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভর্তি পরীক্ষা ২০১৬ তে তিনি ৩য় স্থান অর্জন করেন। ২০১৮ সালে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। কবিতা লেখার পাশাপাশি তার গান, আবৃত্তি ও ছবি আঁকার প্রতি শখ আছে। বর্তমানে তিনি “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এ দশম শ্রেণিতে অধ্যয়নরত।

ইতিমধ্যে তার রচিত প্রায় ৩১ কবিতা নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে যা চাঁপাইনবাবগঞ্জে অনেক সাড়া ফেলেছে... 


Photo by Biel Morro on Unsplash

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.