রাত্রির রাত্রিহাস ll স্বাক্ষর দাস মুগ্ধ

 রাত্রির রাত্রিহাস

স্বাক্ষর দাস মুগ্ধ


দিবসের পরে আসিল যখন রাঙা গােধূলী

দাঁড়াইলাম মাের কক্ষের দক্ষিণ বাতায়ন খুলি

স্বর্ণধান্যের ক্ষেতের দূর দিগন্ত পাড়ে

দেখিলাম সহাস্যময়ী এক সুকেশিনী কন্যারে ।

কৃষ্ণকালাে চিকুর তাহার পৃষ্ঠপরে লােটে,

তাহার সম্মুখে রাজহংসেরা অতি উৎসাহে ছােটে

তাহার ভ্ৰযুগলের মাঝে অতিকিঞ্চিত ফাক

তাহারে দেখিয়া আলাে জ্বালাইত পথের জোনাক

কাখের কলস হইতে জল যাইতেছিল পড়ি

নিমেষেই সূর্য ডুবিয়া গেল, আসিল শর্বরী

ঘরে ঘরে জ্বলিয়া উঠিল প্রদীপের বাতি

ভাবিলাম যে সেই কন্যা আমার প্রেমের সাথী ।

ভাবিতে ভাবিতে কখন সেই কন্যা গিয়াছে গৃহেতে ফিরিয়া

আমার কল্পনাজগতের রানী, আমারে ফাকি দিয়া

তাহার পরে গগনে ক্ষুদ্র তারকা উদিলে পরে

সেই কন্যারে দেখিতে আমার ভীষণ ইচ্ছা করে।

গগনে তারকার মাঝে মাের পড়ে যে নজরে

আমার প্রেয়সী প্রিয়া শুধুই সেই কন্যারে

তারকারাজি যেন আকাশে তাহার আকৃতি করি

বিরাজিতেছে নকশাহীনভাবে করিয়া ছড়াছড়ি।

তবুও তাহাদের মধ্যে শ্রেষ্ঠ রূপালী শশী

মনে হইল সেই কন্যারে বলি, তােমায় ভালােবাসি

আমার মতাে সেও হয়তাে বসিয়া বাতায়নে

স্মরিছে কাহারে কেহ জানে না, শুধু সে-ই জানে।

কাহারে স্মরি নয়ন তাহার অশ্রুজলে ভিজে

জানে না কেহ, বােঝে না কেহ,শুধু জানে সে নিজে

হৃদয়ে যখন মানুষের প্রথম প্রেম পায় পূর্ণতা

কোনাে মানুষই সরলভাবে বলিতে পারে না সে কথা

তবুও প্রথম দেখায় আমি ভালােবাসিয়াছি তাহারে

সে যে প্রেমঢেউ সৃজন করিয়াছে অন্তর পারাবারে

প্রথম দর্শনে সুশ্রী বদনে দিয়া প্রেমের আভাস

ফুটাইল মাের হৃদয়সরােবরে রাত্রির রাত্রিহাস।


কবি পরিচিতি

কবি স্বাক্ষর দাস মুগ্ধ ২০০৫ সালের ১৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবতলায় জনুগ্রহণ করেন। তার পিতার নাম সুভাষ চন্দ্র দাস এবং মাতার নাম শিখা রাণী দাস। ছেলেবেলা থেকে অসাধারণ মেধাসম্পন্ন স্বাক্ষর দাস মুগ্ধ নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভর্তি পরীক্ষা ২০১৬ তে তিনি ৩য় স্থান অর্জন করেন। ২০১৮ সালে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। কবিতা লেখার পাশাপাশি তার গান, আবৃত্তি ও ছবি আঁকার প্রতি শখ আছে। বর্তমানে তিনি “হরিমােহন সরকারি উচ্চ বিদ্যালয়” এ দশম শ্রেণিতে অধ্যয়নরত।

ইতিমধ্যে তার রচিত প্রায় ৩১ কবিতা নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে যা চাঁপাইনবাবগঞ্জে অনেক সাড়া ফেলেছে... 


Photo by Rana Sawalha on Unsplash


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.